অতিরিক্ত ভাড়ার বিরুদ্ধে বিআরটিএ'র অভিযান

চট্টগ্রামে ঈদের আমেজ স্টেশনে

Passenger Voice    |    ০৩:৩০ পিএম, ২০২৪-০৪-১০


চট্টগ্রামে ঈদের আমেজ স্টেশনে

একদিন পরেই ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম ছেড়েছেন লাখো মানুষ। এখনো চট্টগ্রামের বাস স্টেশনে আছে ঘরমুখো মানুষের স্রোত। তবে চট্টগ্রামের রাস্তাঘাটে এখনই দেখা যাচ্ছে ঈদের আমেজ। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ফাঁকা দেখা যাচ্ছে। ঈদের জামায়াতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ। তৎপরতা বেড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদ উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জমিয়তুল ফালাহ, আন্দরকিল্লাহ মসজিদসহ বড় স্থাপনাগুলো ঈদ জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে।’ 

চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি ধাপে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা বলয় থাকবে নগরজুড়ে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে চট্টগ্রামের বিভিন্ন স্থানের বাস কাউন্টারে তদারকি অভিযান চালিয়েছে বিআরটিএ। মঙ্গলবার এমন অভিযান চালিয়ে বাড়তি নেওয়া টাকা যাত্রীকে ফেরত দেওয়া হয়। আজও চলবে এই অভিযান।

জানা গেছে, মঙ্গলবার সকাল ও রাতে দুই দফা বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় বিআরটিএর চট্টমেট্রো-১ সার্কেল, চট্টমেট্রো-২ সার্কেল ও চট্টগ্রাম জেলা সার্কেলের একটি সমন্বিত টিম নতুন ব্রিজ, দামপাড়া, একে খান ও অলংকার এলাকায় বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেন।

বিআরটিএর পরিদর্শনের সময় শাহী ও জোনাকি পরিবহনে চট্টগ্রাম থেকে ফরিদগঞ্জ পর্যন্ত সরকার নির্ধারিত ভাড়া ৫৫০ টাকার স্থলে ৬০০ টাকা আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। পরে এই ২০০ যাত্রীকে বাড়তি ৫০ টাকা ভাড়া ফেরত দেওয়া হয়। এ সময় ঈদে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করার নির্দেশনা দেওয়া হয়।

প্যা.ভ/ত